রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল নেতার হাতে অস্ত্র, বিতর্ক

জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা! ওসব এখন অতীত। মালদা হরিশচন্দ্রপুরে ধরা পড়ল উল্টো ছবি। শাসক দলের নেতা প্রতিনিধিরা যোগ দিলেন রামনবমীর মিছিলে। তাও আবার হাতে অস্ত্র নিয়ে। মালদায় রামনবমীর শোভাযাত্রায় যুব তৃণমূল সভাপতির হাতে ছিল ধারাল অস্ত্র। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঠেলায় পড়ে গাছে উঠেছে বিড়াল, কটাক্ষ বিজেপির। যদিও তৃণমূলের দাবি, রামচন্দ্র কি বিজেপির কপিরাইট? ধর্ম যার যার উৎসব সবার। মালদা হরিচশ্চন্দ্রপুরে এদিনের শোভাযাত্রায় ছিলেন তৃণমূলের একাধিক কর্মী সমর্থক।

হরিশ্চন্দ্রপুর যুব তৃণমূল ২ ব্লক সভাপতি মনোতোষ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা প্রত্যেকে রামকে মানি এবং শ্রদ্ধা করি।’ হরিশ্চন্দ্রপুর তৃণমূল চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা বলেন, রামচন্দ্র তো শুধু বিজেপির নয়, এটা ওদের রাজনৈতিক এজেন্ডা হতে পারে কিন্তু আমাদের ভক্তির ব্যাপার। উত্তর মালদা জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগারওয়াল বলেন, যখন বুঝতে পেরেছে এরা হরিশ্চন্দ্রপুর সদর থেকে ভোট পাচ্ছে না। হিন্দু ভোট দূরে সরে যাচ্ছে। তখন এসব নাটক করছে। মানুষ এদের সব নাটক বুঝে গেছে। কোন লাভ হবে না। যে দলের নেত্রী জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য গুন্ডা বলেন জেলে ভরার কথা বলেন তারা আজ রাম-নবমী পালন করছে। সত্যি ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। বাংলায় এতদিন রামনবমীর মিছিল হয়েছে বিজেপি নেতাদের তত্ত্বাবধানে। এমনকি তৃণমূল দাবি করা করেছিল, রাম-নবমী বাংলার সংস্কৃতি নয়।

About The Author