Rajganj: সন্ধ্যে থেকেই বেপাত্তা, পরদিনই চা বাগানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রাজগঞ্জ: সন্ধ্যে থেকেই বেপাত্তা, মোবাইল সুইচ অফ, চারিদিকে খোঁজাখুঁজি। রাতে ফোনে জানায়, আমি নাগরাকাটা এসেছি, আবার মোবাইল বন্ধ। পরদিন দিনের আলো ফুটতেই ভয়ঙ্কর দৃশ্য! বাড়ি থেকে কিছুটা দূরে চা বাগানে গাছ থেকে ঝুলছে গলায় ফাঁস লাগানো দেহ। বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের খুদিভিটা এলাকায়।

মৃতের নাম সহদেব মণ্ডল (২০)। উচ্চ মাধ্যমিক দিয়েছে গত বছরই। মৃতের দাদা সুজিত জানান, ঠিক কি কারণে এমন কাণ্ড ঘটাল ভাই তা পরিবারের কেউই বুঝে উঠতে পারছে না। বুধবার বিকেল থেকেই খোঁজ মিলছিল না যুবকের। রাতে মোবাইল বন্ধের মাঝেই একবার কথা হয়। পরদিন সকালেই বাড়ি থেকে কিছুটা দূরে একটি চা বাগান থেকে যুবকের দেহ উদ্ধার হয়।

মৃতের পরিবার সূত্রে খবর, ছেলের সেরকম কোনও বাজে ব্যাপার ছিল না, কারও সঙ্গে সম্পর্কেও জড়ায়নি। স্থানীয়দের কয়েকজন, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনার সম্ভাবনা দেখলেও সেই যুক্তি খারিজ করেছে পরিবার। মৃতের কাকারা জানান, যৌথ পরিবারটির চা বাগানের পারিবারিক ব্যবসা রয়েছে। ঠিক কি কারণে সহদেব এই কান্ড ঘটালো তা তারা বলতে পারছেন না। এদিন সকালে দেহ উদ্ধার করে রাজগঞ্জ থানায় নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ।

About The Author