Rajganj: কারখানায় ‘পাথর ছোঁড়া’র ঘটনায় গ্রেপ্তার ৩

রাজগঞ্জের মগরসুব্বা শিল্প তালুকে কারখানায় ঢিল ছোড়ার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। কর্তৃপক্ষের দেওয়া ভিডিওতে দেখা যায়, তিন জন কারখানার জানলা দরজা লক্ষ্য করে বড় বড় পাথর ছুড়ছিল। স্টিল কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, মদ্যপ অবস্থায় কারখানা ভাঙচুরের চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা। ওই দলের কয়েকজন মাদক পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে অনুমান।

ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত তিন জনকে আটক করেছে রাজগঞ্জ থানার পুলিশ। রাজগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মনসুর উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থল লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে পরপর তিনজনকে আটক করা হয় বলে খবর। ধৃতদের নাম মহম্মদ মনসুর, আনন্দ রায় (২০) এবং পার্থ রায় (২০)। প্রত্যেকেই জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এই ঘটনার পর আতঙ্কে রয়েছে শিল্পমহল।

এ ব্যাপারে জলপাইগুড়ি পুলিশ সুপার দেবশ্রী দত্ত বলেন এই ঘটনার পর এলাকায় পুলিশের টহলদারি চলছে। রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানিয়েছেন, অভিজুক্ত ৩ জনের মধ্যে মহঃ মনসুরকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরদিন রাতে অভিযান চালিয়ে আনন্দ রায় এবং পার্থ রায়কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ২৪টি মদের বোতল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ব্যক্তির নাম গোপাল রায় (৩৫)। সোমবার রাতে অভিযান চালিয়ে রাজগঞ্জের ভুটকির হাট থেকে গ্রেপ্তার করা হয় ব্যক্তিকে। সেইসঙ্গে মদের বোতলগুলি সিজ করা হয়েছে।

About The Author