Rajganj: আগ্নেয়াস্ত্র-কার্তুজ সহ গ্রেপ্তার ১

আগ্নেয়াস্ত্র-কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় ফাটাপুকুর থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ সাব ইনস্পেকটর সুব্রত ঘোষের নেতৃত্বে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তির নাম সদয় দে (৪৭)। রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের চাউলহাটি এলাকার বাসিন্দা। ব্যক্তির কাছ থেকে অবৈধ অস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

অন্যদিকে, রাজগঞ্জের হাতিমোড়ে বুধবার শুকর বোঝাই পিকআপ ভ্যান আটক করল পুলিশ। চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম জিয়ারুল হক (২৫)। গাড়িটিতে ২৩টি শুকর নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতের বাড়ি আসামের ধুবড়ি এলাকায়। শিলিগুড়ি থেকে ফেরার পথে আটক করা হয়। তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ।

About The Author