Rajganj: কিশোরীকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার যুবক

রাজগঞ্জ: নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম বাবলু বর্মন (২৫)। তার বাড়ি রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের কান্তিপাড়া এলাকায়। বুধবার রাতে শিলিগুড়ির সারুগাড়ার পাইপলাইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ৮ জানুয়ারি রাতে ওই এলাকার ১৪ বছরের এক কিশোরীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে যুবক। মেয়েটি চিৎকার শুরু করলে ওই যুবক পালিয়ে যায়। পরে ওই মেয়েটির পরিবারের তরফে রাজগঞ্জ থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। এদিকে বেশকয়েকদিন গাঁ ঢাকা দিয়েছিল অভিযুক্ত। পুলিশ কয়েকবার অভিযান চালালেও ওই যুবক পালিয়ে যায়। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে ধরতে সক্ষম হয়। রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার বলেন, ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা করা হয়েছে। ধৃতকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

About The Author