Rajganj: ১১ ফুট লম্বা বার্মিজ পাইথন উদ্ধার

রাজগঞ্জ: বৃষ্টি হতেই বেড়িয়ে এল বিশালাকার অজগর। রাতে মুষলধারে বৃষ্টির পর নদীতে মাছ ধরতে এসে ঝোপের আড়ালে অজগর দর্শন করলেন স্থানীয়রা। রাজগঞ্জের পাথরঘাটায় সাহু নদীর পাশের ঝোপ থেকে ১১ ফুট লম্বা বার্মিজ পাইথন উদ্ধার।

মঙ্গলবার সাপটিকে দেখতে পেয়ে রাজগঞ্জের একটি পরিবেশপ্রেমী সংস্থার সদস্যদের খবর দেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সুরেশ সরকার ও তার সঙ্গীরা বিশালাকার সাপটি দেখে প্রথমে কিছুটা চমকে যান। পরে অবশ্য সাহস সঞ্চয় করে সাপটিকে ধরে বস্তাবন্দিও করে ফেলেন। যাতে কোনও পশু বা মানুষের ক্ষতি না করে। এরপর রাজগঞ্জের পরিবেশপ্রেমী সংস্থাকে খবর দেওয়া হয়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, মঙ্গলবার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখান থেকে সাপটিকে নিয়ে এসে সাপটিকে বেলাকোবা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রাতেই সাপটিকে বৈকুন্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। অজগরটি প্রায় ১১ ফুট লম্বা। সাপটি বার্মিজ পাইথন প্রজাতির বলে জানিয়েছেন ওই সংস্থার সদস্যরা।

About The Author