জলপাইগুড়ি: বিশ্বজুড়ে পরিশুদ্ধ পানীয় জলের হাহাকার। তবুও সতর্ক নয় আম জনতা। খোলা নল থেকে জলের অপচয়, পথে ঘাটে বেরোলেই দেখা যায় এক ছবি। পরিশুদ্ধ জল রক্ষার জন্য সচেতনতা বাড়াতে প্রতি বছর ২২ মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়। মঙ্গলবার জলপাইগুড়ি শহরে একটু অন্যভাবে জল দিবস পালন করতে দেখা গেল পুলিশকর্মীকে। শহরে ঘুরে ঘুরে জল সংরক্ষনের বার্তা দিলেন তিনি।
পেশায় কলকাতা পুলিশের কর্মী, নেশায় সমাজকর্মী বাপন দাস। মঙ্গলবার বাইকে চেপেই জল শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জলের ব্যাপারে সতর্ক করলেন। পথচলতি সাধারণ মানুষ, টোটো চালক, পুলিশের অনেকেরই হাতে পানীয় জলের বোতলও তুলে দিতে দেখা গেল তাকে। বাপন দাস বলেন, জলপাইগুড়িতে একটি কাজে তাকে আসতে হয়েছিল। তবে জল দিবসে শহরে জলের অপচয় হচ্ছে দেখে সতর্কতা মুলক উদ্যোগ নিতে পথেই নেমে পড়েছেন। তার সঙ্গে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গেও আলাপ হয়েছে।
জল দিবসে জলের কথা বলে খুশি বাপনবাবু। তিনি আরও বলেন, শহরের বিভিন্ন জায়গায় খোলা ট্যাপকল থেকে অহরহ জলের অপচয় হচ্ছে। মানুষকে সতর্ক হতে হবে। জলের অপচয় বন্ধ করতে হবে। নাহলে জলের জন্য হাহাকার করতে হবে অদূর ভবিষ্যতে। বিধাননগরের বাসিন্দা সমাজসেবী তথা কলকাতার পুলিশ কর্মী বাপন দাস মাঝে মধ্যেই অভিনব ভাবধারায় সমাজসেবার কাজ করেন। তাঁর কর্মকাণ্ডে এদিন পাশে ছিলেন আরও এক সমাজকর্মী মিন্টু দাস।