১৩২ জন যাত্রী নিয়ে মাঝ আকাশেই ভেঙ্গে পড়ল বিমান। ভিডিওতে ধরা পড়ল ভয়াবহ সেই ছবি। মাঝ আকাশে নিয়ন্ত্রন হারিয়ে সোজা নিচে এসে পড়ল বিমানটি। সোমবার দুপুরে দক্ষিণ-পশ্চিম চিনে ঘটে এই ভয়ঙ্কর ঘটনা।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি চিনের বোয়িং ৭৩৭ বিমান। ঘটনার সময় বিমানে ১২৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু মেম্বার ছিলেন। কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে খবরে বলা হচ্ছে। চিনের উওজোউ শহরের কাছে গুয়াংগজি এলাকায় বিমানটি ভেঙে পড়তে দেখা গিয়েছে। পাহাড়ের মধ্যে জঙ্গলে ঘেরা ওই এলাকায় বিমানটি ভেঙে পড়ার পর সেখানে আগুন লেগে যায়।
সোমবার ঘটনাস্থলের কিছু ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলির প্রত্যেকটিতেই দেখা যাচ্ছে পাহাড়ের ওই এলাকা থেকে বেরিয়ে আসছে গাঢ় ধোঁয়া। চিনের সংবাদ মাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই ওই এলাকায় উদ্ধারকারীদের একটি দল পাঠানো হয়েছে। তবে বিমানের কোনও যাত্রী বেঁচে আছেন কি না তা এখনই বলা সম্ভব নয়।

