বালিবোঝাই ডাম্পারের ধাক্কায় ভাঙল বিদ্যুতের খুঁটি, অন্ধকারে ডুবল পুরো গ্রাম

গভীর রাতে গ্রামের রাস্তায় বালি বোঝাই ডাম্পার ঢোকাতেই বিপত্তি। গাড়ির ধাক্কায় পরপর ৩টি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ল রাস্তায়। কার্যত বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা গ্রাম। মঙ্গলবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের বড়ভিটা গ্রামে।

স্থানীয়দের অভিযোগ, রাত গভীর হলেই বালি বোঝাই ডাম্পার তাদের গ্রামে ঢোকে। মঙ্গলবার রাতে গ্রামে ঢুকেছিল একটি ডাম্পার। ফিরে যাওয়ার পথে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে সেটি। পরপর তিনটি খুটি ভেঙে পড়ে রাস্তার পাশে। এদিকে, বিদ্যুতের তারের সংস্পর্শে আগুন ধরে যায়। স্থানীয়রাই বিপদ মাথায় করে আগুন নেভান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। ডাম্পার সহ চালককে থানায় নিয়ে যাওয়া হয়। সেই রাতেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে দেখে গেলেও এদিন বিকেল পর্যন্ত এখনও বিদ্যুৎহীন হয়ে রয়েছে গোটা গ্রাম।

এদিকে রাজগঞ্জের বিভিন্ন জায়গায় নদীর লাগোয়া এলাকায় প্রায় প্রতি রাতেই বালি বোঝাই ডাম্পার যাতায়াত করছে গ্রামের ওপর দিয়ে। গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে নদী থেকে বালি-সুরকি তুলে ফাঁকা করে দিচ্ছে স্থানীয় বালু মাফিয়ারা। ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তর অভিযোগ করেছেন গ্রামবাসীরা। এই নিয়ে আন্দোলনের পথে নামার হুশয়ারি দিয়েছেন আমজনতাও।

About The Author