Jalpaiguri: গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা মহিলার, রক্ষা করল পুলিশ

হাইরোডে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার, কোনওরকমে উদ্ধার করল জলপাইগুড়ির ট্রাফিক পুলিশ। পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন মহিলা, সেই কারণেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মহিলাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করতেই জানা গেল সেই কথা। রবিবার দুপুরে জলপাইগুড়ির অসম মোড় জাতীয় সড়কে এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় হাইরোড সংলগ্ন তারাপাড়া এলাকায়।

ওই মহিলার নাম ভক্তি সরকার। ৩১ নম্বর জাতীয় সড়কে এসে ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে জানান জলপাইগুড়ির কর্তব্যরত ট্রাফিক ওসি বাপ্পা সাহা। তিনি জানান, প্রতিদিনের মতই ডিউটি করছিলেন তিনি। সেসময় তিনি লক্ষ্য করে‌ন দ্রুতগতিতে ছুটে চলা যানবাহনের মাঝে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছেন এক মহিলা। ছুটে গিয়ে জাতীয় সড়ক থেকে ওই মহিলাকে রক্ষা করে‌ন বাপ্পাবাবু। উদ্ধার হওয়া ওই মহিলাকে নিজেদের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় ঘটনার পেছনের বিষয়। পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা‌র চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন মহিলা।

About The Author