Muskan: হিজাব বিতর্কে ভাইরাল তরুণীকে ৫ লক্ষ টাকা পুরস্কার

হিজাব বিতর্কে ভাইরাল কর্ণাটকের তরুণীকে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে দেশের সবচেয়ে বড় ইসলামিক সংগঠন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, হিজাব পরে কলেজে ঢোকায় বিরোধ করেছিল একদল উন্মত্ত হিন্দুত্ববাদী যুবক। সেই সঙ্গে মেয়েটিকে লক্ষ করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকে। এরই পালটা হিসেবে ‘আল্লাহু আকবর’ স্লোগান তুলে ধরেন তরুণী।

জানা গিয়েছে, তরুণীর নাম মুসকান। এই ঘটনার ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হতেই খবরের শিরোনামে আসেন বোরখা পরা ওই তরুণী। নেট মাধ্যমে ভাইরাল ভিডিও তরুণীর সাহসিকতার দাবি রেখেছে বলে অভিমত অনেকেরই। এবার সেই ঘটনায় তরুণীর পাশে দাঁড়াল জামিয়তে উলামায়ে হিন্দ সংগঠন। ওই তরুণীর জন্য ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে তারা। টুইট করে একথা জানিয়েছে দেশের সবচেয়ে বড় ইসলামিক সংগঠন।

কর্ণাটকের হিজাব বিতর্কের মধ্যেই গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিওটি। সেখানে দেখা যায়, বোরখা পরা এক ছাত্রী একটি স্কুটিতে কলেজ চত্বরে প্রবেশ করছেন। যেখানে আগে থেকেই উপস্থিত ছিল গেরুয়া উত্তরীয় পরা একদল ছাত্র। ছাত্রীটি গাড়ি পার্ক করে ক্লাসের দিকে এগোতেই তাঁকে ঘিরে ধরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকে হিন্দুত্ববাদী ছাত্ররা। একটা সময় ঘুরে দাঁড়ান ছাত্রী। চোয়াল শক্ত করে পালটা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিতে দেখা যায় তাঁকে। এরপরই শিরোনামে উঠে এসেছে মুসকান। অনেক মুসলমান নেতা ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

About The Author