RIP Lata Mangeshkar: প্রয়াত সুর সম্রাজ্ঞী, দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে দু’দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করল কেন্দ্র। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।


লতাজির প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটারে লিখে জানিয়েছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। তাঁর চলে যাওয়া এমন এক শূন্যতা তৈরি করল, যা কখনওই পূরণ করা সম্ভব। ভারতীয় সংস্কৃতির একজন কিংবদন্তি হিসেবেই লতা মঙ্গেশকরকে মনে রাখবে আগামী প্রজন্ম, যাঁর সুরেলা কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে মন্ত্রমুগ্ধ করেছে।’


ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


বাগদেবীর আরাধনার পরদিনই চলে গেলেন সুরের সরস্বতী। প্রয়াত লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়সে থেমে গেল তাঁর সুরেলা সফর। রবিবার সকাল ৮টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সংকট থেকে আর ফেরানো যায়নি লতাকে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ।

About The Author