বাজেট ২০২২: কোনটা দামি, কোনটা সস্তা? জেনে নিন

দাম কমল মোবাইল ফোনের, দাম কমল পোশাকেরও। বাজেটের পর আর কোন কোন জিনিসের দাম বাড়ল এবং কোন জিনিস আরও মহার্ঘ? জেনে নিন।

মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২২-২৩ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন। প্রতিবার বাজেটের পরই, কী কী জিনিসের দাম কমল, আর কী কী জিনিসের দাম বাড়ল – সেই দিকে নজর থাকে সাধারণ মানুষের। ২০২২-২৩ সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বেশ কিছু প্রয়োজনীয় শুল্ক সংশোধনের কথা ঘোষণা করেছেন। এর ফলে ওই পণ্যগুলির দাম হয় বাড়বে নয়তো কমবে।

এবারের বাজেটে সস্তা হল পোশাক, জুতো,

দাম কমল রত্ন পাথর এবং হীরা

দাম কমল ইমিটেশন জুয়েলারির

সস্তা হল দেশিয় ইলেকট্রনিক যন্ত্র

সস্তা হল মোবাইল ফোন এবং চার্জার

দাম কমল পেট্রোলিয়াম পণ্যের জন্য প্রয়োজনীয় রাসায়নিক, মিথানল সহ কিছু রাসায়নিক

দামী হল বিদেশ থেকে আমদানিকৃত পণ্য

বিদেশ থেকে আনা ইলেকট্রনিক যন্ত্র

বিদেশ থেকে আনা কৃষি-ষন্ত্র এবং ছাতার দাম বাড়ল।

নির্মলা সীতারামন জানান, গত দুই বছরের বাজেটেই বেশ কিছু শুল্ক ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এই বাজেটেও সেই প্রবণতাকেই এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৩৫০টিরও বেশি পণ্যকে পর্যায়ক্রমে শুল্ক ছাড়ের আওতায় আনা হবে। এর মধ্যে রয়েছে কিছু কৃষিজাত পণ্য, রাসায়নিক, কাপড়, চিকিৎসা যন্ত্র এবং ওষুধ।

About The Author