জালনোটের বাণ্ডিল, বন্দুক সমেত গ্রেপ্তার যুবক, তদন্তে লুকোচুরি

জালনোটের বাণ্ডিল এবং একটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল লুকোচুরি ফাঁড়ির পুলিশ। শনিবার গভীর রাতে ইংরেজবাজারের যদুপুর এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম ফারুক খান। তার বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের যদুপুর মাজহাটোলা গ্রামে। ধৃতের কাছ থেকে ২০ হাজার টাকার জালনোট, একটি পাইপগান ও একটি মোটর বাইক উদ্ধার করা হয়েছে। প্রতিটি জাল নোট ৫০০ টাকার। ধৃতকে রবিবার আদালতে তুলে ৫ দিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। ওই জালনোট ও আগ্নেয়াস্ত্র কিভাবে তার কাছে এল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা করছে তাঁরা।

নেতাজি জয়ন্তী উদযাপন দিন-রাত ২৪ ঘণ্টা! রাস্তা ধরে ছুটছে ট্রাক, বাস। কাজের ব্যস্ততায় অনেকেরই হয়ত খেয়ালই থাকে না বিশেষ উদযাপনের কথা। ২৩ জানুয়ারি, নেতাজি জয়ন্তীর বিশেষ দিনে ট্রাক চালকদের সেই কথা স্মরণ করিয়ে মিষ্টি মুখ করালেন একজন পুলিশকর্মী এবং সমাজসেবী বাপন দাস।

রবিবার নেতাজি জয়ন্তী উপলক্ষে দার্জিলিং ও উত্তর দিনাজপুর সীমান্তে লরি চালক, বাস ও ছোটো গাড়ি চালক ও যাত্রীদের মিষ্টি মুখ করালেন পুলিশ ও সমাজকর্মী বাপন দাস। তাঁর সঙ্গে এই কাজে সামিল হলেন ইসলামপুর সিস্টার্স ব্রাদার্স ও বিধান নগর ওয়েলফেয়ার সোসাইটির স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যেরা।

শান্তিপুর রেল স্টেশনে আশ্রয় কারি মানসিক ভারসাম্যহীন থেকে শুরু করে পথচারীদের দুপুরের আহার তুলে দিলেন তিনি সাথে ছিলেন বিধায়কের অনুগামীরা। আজ নেতাজির জন্মদিন উপলক্ষে বিধায়কের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুরের বিধায়ক হওয়ার পর থেকেই একের পর এক দলীয় কর্মসূচি থেকে শুরু করে সাধারণ মানুষের ভালো-মন্দের খোঁজখবর নিতে নিজেই পৌঁছা যেতেন তাদের কাছে।

About The Author