এ যেন সাউথের ছবি ‘পুষ্পা’র মত ঘটনা। তবে পার্থক্য হল, ছবিতে দুধের গাড়িতে করে কাঠ পাচার করা হচ্ছিল আর এখানে, তেলের ট্যাঙ্কারে গাঁজা পাচার। একটি-দুটি নয়, পুরো ৪০টি প্যাকেটে মোট ৪০০ কেজি গাঁজা। অসম থেকে বিহারে পাচারের আগেই রাজগঞ্জের জাতীয় সড়কে তেলের ট্যাঙ্কার থেকে উদ্ধার করল পুলিশ।
বিপুল পরিমাণ গাঁজা সমেত একজনকে গ্রেপ্তার করল এসওজি এবং আমবাড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে বন্ধুনগর এলাকায় একটি তেলের ট্যাঙ্কার আটক করা হয়। ট্যাঙ্কারে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৪০০ কেজি গাঁজা। এরপরই চালককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশি জেরায় জানায গিয়েছে, অসম থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। ধৃতের নাম বিকাশ রায়(২২)। বিহারের শিতলপুরের বাসিন্দা।

