Rajganj: সপ্তাহে ২ দিন ব্যবসা বন্ধ, করোনা ঠেকাতে নির্দেশ প্রশাসনের

সপ্তাহে দু’দিন সমস্ত দোকানপাট সম্পূর্ণ বন্ধের নির্দেশ প্রশাসনের। করোনা পরিস্থিতি বুঝে সব দোকানপাট সপ্তাহে দু’দিন সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিল রাজগঞ্জ প্রশাসন। সপ্তাহে দু’দিন অর্থাৎ সোমবার এবং শুক্রবার রাজগঞ্জ বাজার এবং ফাটাপুকুর বাজার এলাকার সব দোকানপাট আপাতত সম্পূর্ণ বন্ধ রাখার কথা বলা হয়েছে। বুধবার রাজগঞ্জ থানায় একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে রাজগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের তরফে এলাকায় এই মর্মে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে।

বুধবার রাজগঞ্জ থানায় এই বৈঠকে ছিলেন বিডিও, থানার আইসি, স্থানীয় প্রধান এবং ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিডিওর তরফে এই ঘোষণা জানিয়ে মাইকিং চলছে এলাকায়।

বেলাকোবার খবর এদিকে শিকারপুর অঞ্চলে পাতিলাভাসা কালিরবাড়ি এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ২ জন। আক্রান্তের পরিবার বর্তমানে হোম আইসলেশনে রয়েছেন। সেখানে গিয়ে রাজ্য এবং পুলিশের তরফে তাদের বাড়িতে খাবার পাঠানো হয়েছে। বুধবার রাজগঞ্জ শিকারপুর হাটে ধরা পড়ল বিধি ভাঙ্গার ছবি। প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হলেও মানুষ সতর্ক হচ্ছেন না। অনেকের মুখেই মাস্ক ছিলনা, সামাজিক দূরত্বের টিকিরও নাগাল পাওয়া গেল না। গাদাগাদি করেই চলল কেনাবেচা।

যুব কল্যাণ দপ্তর এবং রাজগঞ্জ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় বুধবার স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মবার্ষিকী দিবসে বিবেক চেতনা উৎসব উদযাপিত হল বেলাকোবায়। রাজগঞ্জের শিকারপুর অঞ্চল অফিসে এই অনুষ্ঠান উদযাপিত হয়। রাজগঞ্জের বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ স্বামীজির জীবন কাহিনি তুলে ধরেন। উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় দাস, ডিপিএসসি-র চেয়ারম্যান লক্ষমোহন রায় প্রমুখ। করোনার কারণে সরকারি বিধিনিষেধ মেনে এই অনুষ্ঠান পালিত হয়েছে বলে জানান বিধায়ক।

About The Author