মদ বিক্রিতে রাজ্যের রেকর্ড আয় হয়েছে। রাজ্য সরকারের কোষাগারে মাত্র ৯ দিনেই ৬৫০ কোটি ঢুকেছে। সৌজন্যে বড়দিন এবং নিউ ইয়ার সেলিব্রেশন। সব থেকে বেশি বিক্রি হয়েছে ২৫ এবং ২৬ ডিসেম্বর। অনলাইনেও বিক্রি হয়েছে প্রচুর মদ।
গতবার করোনার কারণে সে রকম আয় না হলেও এ বছর মদ বিক্রিতে রেকর্ড হল রাজ্যে। বড়দিন থেকে নতুন বছরের শুরু পর্যন্ত কয়েক কোটি টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যে। এর থেকে রাজ্য সরকারের বিপুল আয় হয়েছে বলে জানা গিয়েছে।
এ বছর ওই কয়েকটা দিন বিশেষ কড়াকড়ি ছিল না। করোনা সংক্রমণ বাড়তে শুরু করলেও বিধি- নিষেধ যে জানুয়ারি থেকে কার্যকর হবে, তা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মদ বিক্রিতে রাজ্যে তৈরি হয়েছে নয়া রেকর্ড। এই ৯ দিনে বিভিন্ন বার ও রেস্তোরাঁয় মদ ও খাবার মোট বিক্রি হয়েছে ৬৫০ কোটি টাকার বেশি।
আবগারি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ডিসেম্বর থেকে প্রতিদিন গড়ে বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ কোটি টাকার মদ ও খাবার। সবথেকে বেশি বিক্রি হয়েছে ২৫ ও ২৬ ডিসেম্বর। এ দিকে, পুজোর সময় এত বেশি মদ বিক্রি হয় যে, সাড়ে তিন মাস বাকি থাকতেই ১২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করে ফেলে রাজ্যের আবগারি দপ্তর। সরকারি হিসেব অনুযায়ী, অনলাইনে মদ কিনেছেন এমন ব্যক্তির সংখ্যা এখন প্রায় লক্ষাধিক।