বিহারে কাজে গিয়ে মৃত বাংলার শ্রমিক, ‘আইনের শাসন নেই?’ সরব তৃণমূল

বিহারে কাজ করতে গিয়ে দুষ্কৃতির গুলিতে খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল বিধায়ক তজমুল হোসেন। এই ঘটনায় বিজেপি শাসিত রাজ্য বিহারের আইনশৃঙ্খলা নিয়ে সরব হলেন তিনি। মৃত ব্যক্তি মালদা জেলার হরিশচন্দ্রপুরের কাওয়ামারী গ্রামের বাসিন্দা। অভাবের সংসার চালাতে হরিশ্চন্দ্রপুরে বোলারো গাড়ি চালাত কিন্তু লকডাউনে তেমন ভাড়া না পেয়ে বিহারে কাজ করতে গিয়েছিলেন। তিনদিন পর তার বাড়ি ফেরার কথা ছিল। গত রাতে কাজ থেকে ফেরার সময় তাকে কেউ গুলি করে খুন করে।

পরিবার সূত্রে খবর, কারো সঙ্গে কোনও ঝামেলা ছিল না। তাই কারা তাকে খুন করল বুঝতে পারছে না পরিবারের লোকজন। খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এলাকার বিধায়ক এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আর্থিক দিক থেকে শুরু করে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানানো হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে আইনের শাসন নেই, অভিযোগ তুলে সরব হয়েছেন বিধায়ক তজমুল। এই অসহায় দরিদ্র পরিবারের আবাস যোজনার ঘর মেলেনি। সেই প্রসঙ্গেও বিধায়ক আশ্বাস দেন যাতে তারা পরবর্তীতে ঘর পায় সেই ব্যাপারে দেখবেন।

About The Author