বাড়ির খাবারে বিষক্রিয়ায় মৃত কলেজ ছাত্রী, হাসপাতালে একই পরিবারের ৪

খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। স্থানীয়রা জানালেন, লাফা শাকের প্যালকা খেয়ে ছাত্রীর মৃত্যু হয়েছে। তার সঙ্গে একই পরিবারের আরও ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ সাহুডাঙ্গি ঘটনা। মৃতের নাম তনুশ্রী রায়(২১)।

দুপুরে পরিবারের সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করেন। খাওয়ার পরেই প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়ে। শিশুটি তেমন অসুস্থ না হওয়ায় বাকি চারজনকে তড়িঘড়ি শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তনুশ্রী এবং তার পরিবারের আরও ২ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার রাতে মৃত্যু হয় তনুশ্রীর।

পরিবারের সদস্যরা জানান, এদিন প্যালকা নামের রাজবংশী সম্প্রদায়ের একটি বিশেষ ধরণের খাবার তৈরি করা হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান সেই খাবারেই কোনওভাবে বিষক্রিয়া হয়েছিল। সেই কারণেই এমনটা ঘটেছে বলে অনুমান। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

About The Author