ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ছোটো ছেলের ওপর দুষ্কৃতী হামলা। বিধায়কের ছেলের দাবি, ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। রবিবার রাতে ইসলামপুর থানার বলঞ্চা এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে তৃণমূলের নেতা কর্মীরা ইসলামপুর থানায় হাজির হয়।
বিধায়কের ছেলে ইমদাদ চৌধুরী জানিয়েছেন, তিনি বিয়ের এক অনুষ্ঠানে যাওয়ার পথে ইসলামপুর থানার ভুজাগাঁও এলাকায় যাচ্ছিলেন। গাড়িতে তারা দু’জন ছিলেন। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তখন ইসলামপুর থানা বলঞ্চা এলাকায় দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছোঁড়া পাথরে তার গাড়ি কাঁচ ভেঙ্গে আহত হন তিনি। তার মাথায় কাঁচের টুকরো লেগে জখম হন তিনি।
আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে পৌঁছান বিধায়কের ছেলে। একই জায়গায় আরও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল বলে জানা যাচ্ছে। এই ঘটনায় ইসলামপুর থানার দারস্থ হন তিনি। ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন বিধায়কের ছোটো ছেলে ইমদাদ চৌধুরী।
অন্যদিকে তৃণমূল নেতা জাভেদ আখতারকে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, এই ঘটনাটা খুবই নিন্দাজনক। বিধায়কের ছেলের যদি কোনও নিরাপত্তা না থাকে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।