সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হলেন ভাইজান সলমান খান। বড়দিন উপলক্ষে পনভেলে নিজের ফার্মহাউজে ছিলেন সলমান। গভীর রাতে তাঁকে সাপে কামড়ায়। বিষধর সাপ না হলেও তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসার পর তাঁকে আজ সকালে ছেড়ে দেওয়া হয়েছে। সকাল ৯টা নাগাদ তিনি ফার্মহাউজে ফিরে আসেন।
সূত্রের খবর, রাত প্রায় ৩টে নাগাদ নভি মুম্বইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয় সলমানকে। চিকিৎসকরা ক্ষতস্থান দেখার পর সমস্ত পরীক্ষা করেন। সভাগ্যবশত সাপটি বিষধর না হওয়ায় বড় কোনও ক্ষতি হয়নি। তবে কামড়ের জায়গাটি বিষিয়ে যেতে পারে তাই সলমানকে বেশ কয়েক ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছিল। সকাল ৮টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সকাল ৯টা নাগাদ সলমান নিজের ফার্ম হাউজে ফিরে আসেন।