জাতীয় কৃষক দিবসে ‘কৃষকদরদী’ বিজেপি! ‘ন্যায্য দাবি’ নিয়ে বিডিও অফিসে বিক্ষোভ

ন্যায্য দাম না পেয়ে কৃষকেরা আত্মহত্যা করছেন, তেলের দাম বেড়ে যাচ্ছে, অথচ মদের দাম কমাচ্ছে রাজ্য সরকার, কৃষক সমস্যা নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই, জাতীয় কৃষক দিবসে কৃষকদের সমস্যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সুর চড়াল বিজেপি। কৃষক বঞ্চনা, সারের কালো বাজারি, সহায়ক মূল্যে ধান বিক্রি নিয়ে হয়রানি নিয়ে অভিযোগ তুলে জায়গায় জায়গায় বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন বিজেপির। কৃষকদের সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দেওয়া হল। বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর এবং রাজগঞ্জ ব্লকে ধরা পড়ল এই ছবি।

রাজগঞ্জে এদিন ছিলেন ফুলবাড়ি ডাবগ্রামের বিধায়িকা শিখা চ্যাটার্জী। তিনি জানান, “পশ্চিমবঙ্গে গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হচ্ছে”, কৃষকরা দুর্দশায় আছেন, সঠিক দাম না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী পেট্রোলের দাম বাড়ুক, তেলের দাম বাড়ুক তাতে কিছুই যায় আসে না! তবে মদের দাম কমাতে হবে। এছাড়াও রাজগঞ্জ ব্লকের সমস্ত রাসায়নিক দোকানের সঠিক লাইসেন্স রয়েছে কিনা তা বিডিওর কাছে সঠিক তদন্ত করার দাবি জানিয়েছেন রাজগঞ্জ বিজেপি কিষান মোর্চা।

পাশাপাশি জলপাইগুড়িতে জেলা বিজেপির তরফে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাপী গোস্বামি, পলেন ঘোষ, তপন রায় সহ অন্যান্যরা। জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া থেকে মিছিলটি বের হয়ে জলপাইগুড়ি সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ করেন তারা। এদিন সম্পুর্ণ জেলা জুড়ে এই বিক্ষোভ কর্মসূচি হয়। বিজেপির দাবি, যদি সারের দাম না কমে, তবে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন।

About The Author