এবার বিশ্বদরবারে সম্মানিত বাংলার আবেগের উৎসব, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ইউনেসকোর হেরিটেজ স্বীকৃতি পেল দুর্গোৎসব। বুধবার হেরিটেজ স্বীকৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে টুইটারে। ইউনেসকো-র চলতি অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
🔴 BREAKING
Durga Puja in Kolkata has just been inscribed on the #IntangibleHeritage list.
Congratulations #India 🇮🇳! 👏
ℹ️https://t.co/gkiPLq3P0F #LivingHeritage pic.twitter.com/pdQdcf33kT
— UNESCO 🏛️ #Education #Sciences #Culture 🇺🇳 (@UNESCO) December 15, 2021
Celebrations for City of Joy- Kolkata! Durga Puja has been added to the Representative List of Intangible Cultural Heritage of Humanity. @PMOIndia @DrSJaishankar @kishanreddybjp @M_Lekhi @harshvshringla @VishalVSharma7 @MinOfCultureGoI @sangeetnatak @MEAIndia @AmritMahotsav pic.twitter.com/ujlZ6Ok6J4
— India at UNESCO (@IndiaatUNESCO) December 15, 2021
ইউনেসকোর ইনট্যানজিবেল হেরিটেজ তকমায় দুর্গাপুজোকে স্বীকৃত করার কথা জানানো হয় তাদের তরফে। ১৩ থেকে ১৮ ডিসেম্বর প্যারিসে চলতি অধিবেশনে ইউনেসকোর বিশেষ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। ধর্মের বেড়াজাল ভেঙে সার্বিক উৎসবের চেহারা নিয়েছে এই পুজো। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মেতে ওঠেন উৎসবে। এবার আন্তর্জাতিক সম্মান পেল বাংলার ঐতিহ্য দুর্গাপুজো।