বাইক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। রাজগঞ্জে বটতলা আমবাড়ির রাস্তায় একটি গাছের সঙ্গে বাইকের ধাক্কা লেগে চালকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা পৌনে ছটা নাগাদ বটতলা আমবাড়ি রাস্তায় পানিকাউরি অঞ্চলের দেলুয়া এলাকায় এই ঘটনা ঘটে। দ্রুতগতিতে চালানোর কারণে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে বলে স্থানীয়দের বক্তব্য। ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
জানা গিয়েছে, মৃতের নাম দেবনাথ কুজুর, বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর বাড়ি শিকারপুর চা বাগান সংলগ্ন ফটিঙ্গালাইন এলাকায়। প্রসঙ্গত উল্লেখ্য, ওই রাস্তায় ক্রমবর্ধমান দুর্ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
এদিকে, বুধবার সকালে রাজগঞ্জ থানার পক্ষ থেকে সেফ ড্রাইফ সেভ লাইফ কর্মসুচি পালিত হল। এদিন জলপাইগুড়ি জেলা পুলিশ ও রাজগঞ্জ থানার পুলিশের উদ্দ্যোগে এলাকার এনসিসি ক্যাডেট ও স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে সেফ ড্রাইফ সেভ লাইফ নিয়ে সচেতনমূলক র্যালি বের করা হয়। অনুষ্ঠানের মাঝে কয়েকজনকে হেলমেট তুলে দেন জলপাইগুড়ি জেলার সুপার দেবর্ষী দত্ত।
পাশাপাশি স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে ছিলেন জলপাইগুড়ি জেলা সুপার দেবর্ষী দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার, জলপাইগুড়ি জেলা শিক্ষা সাংসদের চেয়ারম্যান লক্ষমোহন রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি পূর্নিমা রায় সহ অন্যান্যরা।