কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল সস্ত্রীক বিপিন রাওয়াতের

তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল সস্ত্রীক বিপিন রাওয়াতের। নীলগিরি জঙ্গলে বুধবার দুপুরে আচমকাই ভেঙে পড়ে সেনার হেলিকপ্টার। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে।

কপ্টারে বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং পরিবারের কয়েকজন সওয়ার ছিলেন। তাদের সঙ্গে সেনা আধিকারিকেরও মৃত্যু হয়েছে। ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল কপ্টারটি। সেসময় নীলগিরি পাহাড়ের কাছে চপারটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনার কবলে পড়েন সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিপিন রাওয়াত সহ বাকি সকলেরই মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে সেনার তরফে। মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়েছে বায়ুসেনার তরফে।

About The Author