Jalpaiguri: ভাল্লুক আতঙ্কের মাঝেই সামাজিক মাধ্যমে ছড়াল ‘ভুল ভিডিও’

ভাল্লুকের পায়ের ছাপ মিলতেই সকাল থেকেই ভাল্লুক আতঙ্ক রয়েছে জলপাইগুড়ি শহরে। সন্ধ্যা হতেই সিসিটিভিতে ধরা পড়ল ভাল্লুকের অবয়ব। বনদপ্তরের বক্তব্য, ‘ভিডিও দেখে ভাল্লুক বলেই মনে হচ্ছে।’ ভিডিওতে ভাল্লুকের ছবি ধরা পড়েছে এমন খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ল একাধিক ভুল ভিডিও। ফেসবুকে ভুল ভিডিও চালিয়ে দাবি করা হল জলপাইগুড়ির দৃশ্য।

মাইকে প্রশাসনের মাইকিংয়ের ভিডিওর সঙ্গে ভাল্লুকের ভুল ভিডিও জুড়ে ছড়ানো হল হোয়াটসয়্যাপ গ্রুপে। সেখানে আবার দাবি করা হয়, জলপাইগুড়ি পিডি ওমেন কলেজ লাগোয়া এলাকায় ভাল্লুকের ছবি ধরা পড়েছে। সন্ধ্যার পর এইসব ভুল ভিডিও নিয়ে আতঙ্কে কাটা হয়ে রইল শহরবাসী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভাইরাল হওয়া দুটি ভিডিওর একটি ২০১৫ সালের ছত্তিসগড়ের ঘটনার ভিডিও, যেখানে এক বনকর্মীকে আক্রমন করেছিল একটি ভাল্লুক। অন্যটি সম্ভবত কাশ্মীরের, এই ভিডিওতে গবাদি পশুর ঘরের আশে পাশে ঘুরছে একটি ভাল্লুক।

মঙ্গলবার সন্ধ্যায় সিসিটিভির ফুটেজে ভালুকের ছবি ধরা পড়ার পর মাইকে সতর্কতামূলক প্রচার চালানো হল প্রশাসনের তরফে। জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়। এলাকায় সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকায় উপস্থিত হয়েছেন বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা। উপস্থিত পুলিশকর্মীরাও।

ভাল্লুক ধরতে অভিযান শুরু করেছে বনদপ্তর। এদিন সকালে জলপাইগুড়ির জেলাশাসকের বাংলো থেকে ঢিল ছোড়া দূরত্বে তিস্তা উদ্যানে রক্তমাখা পায়ের ছাপ দেখতে পান কর্তব্যরত বনকর্মীরা। সিসিটিভির ফুটেজে জেলাশাসকের বাংলোর কাছেই ভালুকের উপস্থিতি নজরে এসেছে। এরপরই মাইকে প্রচার চালিয়ে সতর্ক করা হয় শহরের নাগরিকদের। এর মাঝেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল ভাল্লুকের ভুল ভিডিও। এই নিয়ে আতঙ্কে কাটা শহরবাসী।

About The Author