Rajganj: তিন অপহৃত নাবালিকা উদ্ধার পুলিশের, গ্রেপ্তার ১

গতকাল রাতে অভিযান চালিয়ে রাজগঞ্জের ৩ অপহৃত নাবালিকাকে উদ্ধার করল রাজগঞ্জ থানার পুলিশ। নাবালিকা অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম রাহুল রায়(১৯)। তার বাড়ি হলদিবাড়ি জেলার বাগরিবাড়িহাট সংলগ্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত তিন নাবালিকা কুকুরজান গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তাদের নাম অনুপ্রেরনা বর্মণ (১৫), ডলি রায় (১৭) এবং সুমিতা বর্মন (১৬)। তারা যথাক্রমে, ঝারুভিটা, ব্রহ্মতলপাড়া এবং ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা বলে খবর। 

নাবালিকাদের একজনকে হলদিবাড়ি থেকে, একজনকে তালমা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। অন্য এক নাবালিকা রাজগঞ্জ থানার দ্বারস্থ হয়েছিল। জানা গিয়েছে, নাবালিকাদের দু’জন এ মাসের শুরু থেকে সপ্তাহখানেকের জন্য নিখোঁজ ছিল এবং অপরজন জুলাই মাস থেকে বেপাত্তা ছিল। সোমবার রাতে হলদিবাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত রাহুল রায়কে মঙ্গলবার কোর্টে পাঠানো হয়।

(বিস্তারিত তথ্য পরে আপডেট করা হবে)

About The Author