সপ্তমবারের জন্য ব্যালন ডি’অর পুরস্কার জিতলেন লিওনেল মেসি। এদিকে বার্সাকে জিতিয়ে প্রথমবারের জন্য সেরা মহিলা ফুটবলার সম্মান হিসেবে ব্যালন ডি’ওর সম্মান পেলেন ২৭ বর্ষীয় অ্যালেক্সিয়া পুতেয়াস। সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলার পেদ্রি (১৯) এবং ‘স্ট্রাইকার অফ দ্য ইয়ার’ রবার্ট লেওয়ানডস্কি।
2️⃣0️⃣2️⃣1️⃣ #ballondor ! pic.twitter.com/kKO05JBZwX
— Ballon d'Or (@ballondor) November 29, 2021
ফ্রান্স ফুটবল সংস্থার দেওয়া ব্যালন ডি’অর সম্মানের তালিকায় সেরা মেসির থেকে ৩৩টি পয়েন্ট পেছনে রয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। তিনি পেলেন বর্ষসেরা স্ট্রাইকার সম্মান। মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী লেওয়ানডস্কি ব্যালন ডি’ওর সম্মানের তালিকায় দ্বিতীয় স্থানে। সেরা অনূর্ধ্ব ২১ হিসেবে কোপা সম্মান পেলেন ১৯ বর্ষীয় পেদ্রি (পেদ্রো গন্সালেস লোপেস)। ব্যালন ডি’ওর সম্মানের তালিকায় ষষ্ঠ স্থানে নাম রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ১৭৮টি পয়েন্টস পেয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, রোনাল্ডো ব্যালন ডি’অর জিতেছেন ৫ বার।
২০২১-এর ব্যালন ডি’ওর সম্মানের তালিকায় বর্ষসেরা পুরুষ ফুটবলার ১) লিওনেল মেসি – ৬১৩ পয়েন্ট ২) রবার্ট লেওয়ানডস্কি – ৫৮০ পয়েন্ট ৩) জর্জিনহো – ৪৬০ পয়েন্ট। বর্ষসেরা মহিলা ফুটবলার ১) আলেক্সিয়া পুতেলাস – ১৮৬ পয়েন্ট ২) জেনিফার হারমোসা – ৮৪ পয়েন্ট ৩) স্যাম কের – ৪৬ পয়েন্ট। বর্ষসেরা অনুর্ধ্ব ২১ ফুটবলার (কোপা ট্রফি) ১) পেদ্রি – ৮৯ পয়েন্ট ২) জুডে বেলিংহ্যাম – ৩৯ পয়েন্ট ৩) জামালা মুসিয়ালা – ৩৮ পয়েন্ট। বর্ষসেরা গোলকিপার (লেভ ইয়াসিন ট্রফি) ১) দোনারুমা – ৫৯৪ পয়েন্ট ২) ইদুয়ার্দো মেন্দি – ৪০৪ পয়েন্ট ৩) জান ওবলাক – ১৫৫ পয়েন্ট এবং সেরা ফুটবল ক্লাব চেলসি।
¡Gracias a los que han hecho esto posible! Familia, amigos, compañeros, entrenadores, clubes, selección… #BallonDor2021 #kopatrophy
Enhorabuena @alexiaputellas y #Messi👏¡Han hecho historia!
Thanks to everyone who has made this possible! Congrats Alexia&Leo. You made history! pic.twitter.com/NFscyrShjF
— Pedri González (@Pedri) November 29, 2021
প্যারিসে ফ্রান্স ফুটবল সংস্থার দেওয়া সপ্তমবার সেরা সম্মান পেয়ে রেকর্ড গড়লেন মেসি। একা হাতে বার্সেলোনাকে সামলানোর পাশাপাশি কোপা আমেরিকা জয়ের সুবাদে আরও একবার ব্যালন ডি’অর সেরা ফুটবলার সম্মান পেলেন এই আর্জেন্তাইন ফুটবলার।
Congratulations Leo Messi and @alexiaputellas winners of the #BallonDor2021, congratulations also to all nominated players!👏 I won Striker of the Year Award and no Player can win an individual award without strongest team and loyal fans behind him. Thank you for your support🤜🤛 pic.twitter.com/I6j4BtluYS
— Robert Lewandowski (@lewy_official) November 29, 2021
মেসির সাফল্যে আপ্লুত তাঁর ভক্তরা। বিশ্বজুড়ে উদযাপন শুরু করেছে তারা। এদিকে, সংবাদ সংস্থার ওপর বেজায় চটেছেন রোনাল্ডো। অনুষ্ঠানে গরহাজির ছিলেন তিনি। রোনাল্ডোর অভিযোগ তাঁকে নিয়ে সংবাদমাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে। যদিও বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রোনাল্ডো।