Belakoba: হাসপাতাল চত্বরে ‘স্বচ্ছতা অভিযান’ BSF-এর

বিএসএফ-এর ১৬৯ নম্বর ব্যাটালিয়নের তরফে বেলাকোবা গ্রামীণ হাসপাতাল চত্বরে স্বচ্ছতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল। সোমবার, সকালে সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চালানো হয়। স্যানিটাইজ করার পাশাপাশি হাসপাতালের আশেপাশে সাফাই করেন বিএসএফ জওয়ানরা।

ব্যাটালিয়নের কমান্ড্যান্ট দীবাকর কুমার জানান, স্বচ্ছতা অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে হাসপাতাল সংশ্লিষ্ট এলাকা পরিস্কার করতেই এখানে আসা। ৫০ জন জওয়ান এবং অফিসার সকলেই মিলেই এই কাজে সামিল হয়েছেন। তিনি আরও জানান, এখানে ভ্যাক্সিনেশনের কাজ চলছে শুনে এখানে আসা। টিকাকরনের সময়ে এলাকার মানুষের হাসপাতাল চত্বরে আসেন, তাই হাসপাতাল এলাকা পরিস্কার রাখার প্রয়োজনীয়তা আছে মনে করে এই কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এবারে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিএসএফ-এর তরফে নানান অনুষ্ঠান করা হচ্ছে। সেইমত আগামীকাল জামালদা সীমান্তে একটি তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান করা হবে।

About The Author