নদিয়ার হাঁসখালিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা! শ্মশানে দাহ করতে যাওয়ার পথে পাথর বোঝাই লরির সংঘর্ষে এ অবধি মৃত্যু হয়েছে ১৮ জনের।
শনিবার গভীর রাতে নদীয়ার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় রাজ্য সড়কে একটি পাথরবোঝাই লরির সঙ্গে শববাহি ম্যাটাডোর গাড়িটির সংঘর্ষ ঘটে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানার পার মদনপুর এলাকার একটি পরিবার এক বয়স্ক মহিলার দেহ নিয়ে শেষ কাজে নবদ্বীপ শ্মশানে জাচ্ছিলেন। গাড়িতে ৩০ জনেরও বেশি শ্মশান যাত্রী শ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। গভীর রাতে হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় একটি পাথর বোঝাই লরি সঙ্গে সরাসরি ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একাধিক শ্মশান যাত্রীর।
প্রাথমিকভাবে যারা বেঁচে ছিলেন তারাই উদ্ধারকাজ শুরু করেন। রাত গভীর হওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা অনেক পরে ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাঁসখালি থানার পুলিশ। তাদের প্রত্যেকের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও নতুন করে আরও ১ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮।
স্থানীয় বাসিন্দাদের দাবি গাড়ির গতিবেগ অনেক বেশি থাকার কারণে এবং কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রানাঘাট থানার এসডিপিও দীপক অধিকারী বলেন এখনো দুর্ঘটনার কারণ নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে তদন্ত চলছে। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তদন্ত করে দেখা হবে।