বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে BSF-এর অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠান

বিএসএফ-এর তরফে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠান ও অন্যান্য নানান অনুষ্ঠান আয়োজিত হল জলপাইগুড়ির রাজগঞ্জ সীমান্তে। বৃহস্পতিবার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত চাউলহাটির সীমান্ত এলাকায় ১৯৫ ব্যাটেলিয়নের বিএসএফ-এর পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজিত হল। সেখানে উপস্থিত ছিলেন স্বপত্নিক বিধায়ক, বিএসএফ কমান্ডার সুনীল কুমার ও সেকেন্ড ইন কমান্ড সুনীল উপাধ্যায়।

Fatapukur: স্থানীয় মহিলাদের উদ্যোগেই ২০১৪ সাল থেকে শ্রী কৃষ্ণের রাস উৎসব এবং মেলা হয়ে আসছে ফাটাপুকুর স্কুলপাড়ায়। এবছর সেখানে রাজ পুজোর উদ্বোধন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। পুজো হলেও করোনা পরিস্থিতিতে মেলা করার অনুমতি মেলেনি প্রশাসনের তরফে। উদ্যোক্তাদের তরফে পরিচালক কমিটির সদস্যরা জানালেন, এলাকার কয়েকটি পাড়ার প্রায় ৫০ জন মহিলা মিলে এই উদ্যোগে সামিল হন প্রতিবছর। তবে এবারের মেলার জন্য প্রশাসনের অনুমতি না মেলায় কিছুটা হলেও আক্ষেপের সুর ধরা পড়ল তাদের বক্তব্যে। বৃহস্পতিবার মেলার অনুষ্ঠানের মাঝেই এলাকাবাসীদের অনুরোধ পেয়ে ওই এলাকায় সুলভ শৌচালয় এবং টয়লেটের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক।

Rajganj: সাত কিলোমিটার গ্রামীণ পাকা রাস্তা তৈরির শিলান্যাস করা হল রাজগঞ্জে্র বিন্নাগুড়ি অঞ্চলে। জলপাইগুড়ি জেলা পরিষদের তত্ত্বাবধানে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে ওই রাস্তা করতে ৪ কোটি ১৬ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ, জেলা পরিষদের কো-মেন্টর অহিদার রহমান, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন জানান, ‘এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী পাকা রাস্তা করা হচ্ছে। এতে এলাকার মানুষের সুবিধা হবে।’

About The Author