‘বাংলার জন্য ভাবছে না বিজেপি’, তাই দল ছাড়লেন শ্রাবন্তী

বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজেই টুইট করে একথা ঘোষণা করলেন শ্রাবন্তী। এদিন সকালে টুইট করে জানালেন অভিনেত্রী। টুইটে শ্রাবন্তী লিখেছেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি ভাবছে না। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’ তাই দল ছেড়ে দিলেন।

গত বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি। সেই ভোটে পরাজিত হন শ্রাবন্তী। তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। অবশেষে বিজেপি ছেড়েই দিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপি যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্রে তাঁকে প্রার্থী করে বিজেপি। কিন্তু তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই বিজেপির সঙ্গে বাড়ছিল দূরত্ব।

About The Author