বাইক দুর্ঘটনায় মৃত্যু জামাইয়ের, আশঙ্কাজনক শ্বশুর

সামনে ছিল মেয়ের মুখেভাত অনুষ্ঠান। সেই নিমন্তন্ন দিয়ে এবং রোজকার কাজ করে বাড়ি ফিরে আসার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন শ্বশুর-জামাই। গুরুতর অবস্থা শ্বশুরেরও। ঘটনাটি ঘটে ভাঙ্গামালি ও চাউলহাটির মাঝে কালভার্টের ওপর। সেখানে রাস্তার কাজের ঢালাই মেশিন রাখা ছিল। তাতে ধাক্কা লেগেই এমন ভয়াবহ ঘটনা। মৃত যুবক রাজগঞ্জের সুখানি অঞ্চলের প্রধানপাড়া এলাকার বাসিন্দা। বছর ২৩-এর জিন্নাত আলির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।

মৃতের কাকা আবু হোসেন জানান, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে শ্বশুর-জামাই একসাথে কাজ থেকে ফেরার পথে চাউলহাটি পেট্রলপাম্প হয়ে বেলাকোবার দিকে যাচ্ছিলেনl ভাঙ্গামালি ও চাউলহাটির মাঝখানে কালভার্টের ওপর রাস্তার কাজের ঢালাই মেশিনে ধাক্কা মারে তাদের বাইকl স্থানীয়দের তৎপরতায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রানস্ফার করে দেয়। পরদিন সকালে দশটায় জিন্নাত আলী মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়l বর্তমানে তাঁর শ্বশুর সাহিদার আলম আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন।

জিন্নাত আলির পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, আট মাস বয়সি মেয়ে। শনিবার বিকেলে মরদেহ গ্রামে নিয়ে আসা হয় এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গোটা গ্রামবাসিদের মধ্যে এই নিয়ে শোকের ছায়া নেমেছে।

About The Author