বাস ভাড়ায় ‘স্টুডেন্ট কনসেশন’ না মানা হলে আন্দোলনের হুশিয়ারি পড়ুয়াদের

বেলাকোবা, বিভাস দাস: রোজই পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। পেট্রোলের পর সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেলও। জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে যাতায়াতের খরচ বেড়েছে বেলাকোবা-জলপাইগুড়ি রুটে। বাসের ভাড়া আগে যেখানে ২০ টাকা ছিল, তাই এখন ২৫ টাকা। আগে স্টুডেন্ট কনসেশন হিসেবে নির্ধারিত ফেয়ারে ৫ – ৭ টাকা কম নেওয়া হলেও এখন আর তা নেওয়া হচ্ছেনা বলে অভিযোগ। এর জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, শুধু বাসে যেতে আসতেই ৫০ টাকা খরচ হয়ে যায়। টোটো চড়তে গিয়ে খরচ আরও বেড়ে যায়।

জলপাইগুড়ি আনন্দ কলেজের পড়ুয়ারা জানান, বাড়তি ভাড়ায় আর্থিক টানাপোড়নে সমস্যা হচ্ছে। আর ক’দিন বাদে কলেজ চালু হলে নিত্য যাতায়াতে প্রবল সমস্যায় পড়তে হবে। ছাত্রছাত্রীদের কথা ভেবে বাসপরিবহনে ‘স্টুডেন্ট কনসেশন’ চালু করার দাবি উঠেছে। যদি বাস মালিক সংগঠন এই দাবি না মানে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন পড়ুয়ারা। যদিও বাসচালক কর্তৃপক্ষের দাবি, এই বাজারে স্টুডেন্ট ভাড়া নেওয়া হলে তাদেরও খুব সমস্যা।

About The Author