কালীপুজোয় অর্ডার বেশি! আলোর উৎসবে আশার আলো দেখছেন ভানু পালেরা

দুর্গাপূজা কেটেছে কোনওরকমে, তবে আসছে আলোর উৎসবে আশার আলো দেখছেন ভানু পালের মত মৃৎশিল্পীরা। গেলবারের তুলনায় এবারে কালীপুজোয় তুলনামূলকভাবে বেশি বরাত পেয়েছেন। খরচের তুলনায় মূর্তির দাম একটু কম হলেও বরাতের সংখ্যাটা বেশি হওয়ায় খুশি। রাজগঞ্জের ফাটাপুকুরে ১৫ বছরেরও বেশি সময় ধরে মাটির দেব মূর্তি-প্রতিমা তৈরি করে আসছেন ভানু পাল এবং তার সহযোগীরা। সেখানেই ধরা পড়ল এই ছবি।

মৃৎশিল্পীরা জানান, করোনার জন্য গত বছর দুর্গা ও কালীমূর্তির তেমন বরাত পাওয়া যায়নি। এবছর দুর্গা পুজোতেও একই অবস্থা ছিল। তবে কালীপুজোর আগে কালী প্রতিমা তৈরির জন্য অনেক বায়না পেয়েছেন। রাজগঞ্জের ফাটাপুকুর এলাকার মৃৎশিল্পী ভানু পাল জানান, ইতিমধ্যে প্রায় ৫০টি কালী প্রতিমা তৈরীর জন্য বায়না পেয়েছেন। পুজোর আগে আরও কিছু বায়না পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, কালাগছ থেকে মূর্তি তৈরির জন্য মাটি আনাতে হয়। সবমিলিয়ে যা খরচ হয়, তার তুলনায় যোগান কমই আসছে গত কয়েক বছর ধরে। তবে করোনার কারণে গেল বছর খুবই অসুবিধে হয়েছে। এবারে মা কালীর কৃপা দৃষ্টিতে মৃৎশিল্পের খরা কাটার আশায় বুক বেধেছেন ভানু পালরা। করোনার জন্য গত বছর কালীমূর্তির তেমন বরাত না পেলেও এবার অনেক বায়না পেয়েছেন রাজগঞ্জের মৃৎশিল্পী ভানু পালেরা।

About The Author