প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার ধারে চা খেলেন মমতা, শুনলেন মন্ত্রীর গান

পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকান থেকে চা খেলেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে কার্শিয়াং সার্কিট হাউজ থেকে বেরিয়ে ১০ কিলোমিটার পথ হাঁটেন মুখ্যমন্ত্রী। স্থানীয় মহানদীর বাজার থেকে কেনাকাটাও করেন। এরপর স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। কেনাকাটা করে মুখ্যমন্ত্রী রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে চা খান। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের গান শোনেন। সেখানে হাজির ছিলেন অরুপ বিশ্বাসও।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার থেকে ৫দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে সময় পেলে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন তিনি। মঙ্গলবার কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে কার্শিয়াংয়ের সার্কিট হাউস থেকে প্রাতঃভ্রমণে যান তিনি। প্রথমে কার্শিয়াংয়ের মহানদী পর্যন্ত যান। সেখানে বাজার ঘুরে দেখেন। বাজারের একটি দোকান থেকে কেনাকাটাও করেন। তারপর ফের পায়ে হেঁটেই ফিরে আসেন সার্কিট হাউসে। ৫ দিনের উত্তরবঙ্গ সফর শেষ করে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ফিরবেন কলকাতায়।

 

About The Author