INDvsPAK: ‘ও ভাই মুঝে মারো’র মমিন এবার হাজির নতুন ভিডিও নিয়ে

আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ। তার আগে ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে। দুই দেশের সাধারণ মানুষ ভিডিও তৈরি করে তা সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করতে শুরু করেছেন। এর মধ্যে নজর কেড়েছে ‘ও ভাই মুঝে মারো’ সংলাপ খ্যাত ব্রিটিশ-পাকিস্তানি মমিন সাকিব।

২০১৯ সালের আইসিসি বিশ্বকাপের ওয়ানডে ম্যাচে পাকিস্তানের পার্ফরম্যান্স সদর্থক না হওয়ায় প্রবল নিরাশ করেছিল অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ পাকিস্তানি ভক্তদের কিছু ভিডিও ভাইরাল হয়েছিল সেই সময়। সেই সব ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছিল। সেগুলিকে কেন্দ্র করে মিম তৈরি হয়। সেইসব মিম এখনও ছড়াচ্ছে সোস্যাল মিডিয়ায়। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একজন ব্রিটিশ-পাকিস্তানি ভক্ত মোমিন সাকিব-এর ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল। ২০১৯ বিশ্বকাপের পর সেই ভিডিও ইন্টারনেটে ঝ়ড় তুলেছিল। ২০২১-এর ২৪ অক্টোবর, আবারও মুখোমুখি হবে ভারত পাকিস্তান। তার আগেই এবার নতুন আশা দেখছে পাকিস্তানি সমর্থকেরা। বিশেষ করে মমিনের নতুন ভিডিও সেই ইঙ্গিতই দিচ্ছে। আর এই ভিডিও আবারও নেটমাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে।

 

About The Author