প্রায় এক দশক পর নতুন মহালয়া তৈরি করে চমকে দিতে চলেছে দূরদর্শন

রেডিওতে মহালয়া না শুনলে যেমন পুজো শুরু হয় না, তেমনই দূরদর্শনের পর্দায় মহালয়া না দেখলে যেন পুজো পুজো মনে হয় না। দীর্ঘ কয়েক দশক ধরে নস্টালজিয়ায় বেঁধে রেখেছে দূরদর্শন। সেই চ্যানেলের মহালয়ার কোনও জবাব নেই। এবারে ভোর সাড়ে ৫টা নাগাদ সম্পূর্ণ নতুন মহালয়া নিয়ে হাজির হবে ডিডি বাংলা।

বর্তমানে অন্যান্য বাংলা চ্যানেলের আধুনিক ভিএফএক্স-এর কাছে দূরদর্শনের অনাড়ম্বর উপস্থাপনা কিছুটা হলেও চোখে পরে। তবে অপ্রয়োজনীয় ভিএফেক্সের যন্ত্রণায় বিরক্ত প্রকাশ করেছেন রুচিসম্মত মানুষেরা। তাদের পছন্দ দূরদর্শনের মহালয়া। একাধিক অনুরোধ মেনে এবার প্রায় এক দশক পর নতুন ভাবে তৈরি করা মহালয়ার প্রভাতী অনুষ্ঠান সম্প্রচার করতে চলেছে দূরদর্শন কলকাতা। এই উপস্থাপনা চমকে দেবে সকলকে, এমনটাই মনে করছেন ডিডি বাংলার ভক্তেরা। সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে মহালয়ার অনুষ্ঠান। যদিও প্রমো প্রকাশ নিয়ে কিছুটা দেরি হলেও আশা ধরে রেখেছেন দর্শকেরা। কাজেই দূরদর্শনে এবার সম্পূর্ণরূপে নতুন মহালয়া দেখতে সকাল-সকাল চোখ রাখবেন নস্টালজিক দর্শকেরা।

About The Author