বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ প্রতিবেশী ২ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালী এলাকায়।
পরিবার সূত্রে খবর, প্রধানপাড়ার বাসিন্দা বছর পঁয়ত্রিশের দুলাল হোসেনকে গত ২২ সেপ্টেম্বর রাত দশটা নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী দুই যুবক রাহুল মোহাম্মদ এবং লুৎফর মোহাম্মদ। দীর্ঘক্ষণ সময় কেটে গেলেও দুলাল বাবু বাড়িতে না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজনেরা। অবশেষে একদিন পর তাদের কাছে খবর আসে, দুলাল হোসেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেখানে গিয়ে দুলালবাবুকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। গত ২ অক্টোবর তাঁর মৃত্যু হয়। প্রয়াত দুলাল হোসেন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
গত ২২ তারিখ নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেছিলেন দুলালের পরিবার। শনিবার তাঁকে খুনের অভিযোগ নিয়ে নতুন করে নিউ জলপাইগুড়ি থানায় অভিযুক্ত ২ জনের নামে আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন তারা।
এদিকে ওই দুই অভিযুক্ত রাহুল মোহাম্মদ এবং লুৎফর মোহাম্মদ পলাতক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

