রাজগঞ্জে কন্যাশ্রী ক্লাবের উদ্বোধন, ৩ কন্যাশ্রীকে সম্বর্ধিত করলেন বিধায়ক

রাজগঞ্জের সারিয়াম যশোধর হাইস্কুলে কন্যাশ্রী ক্লাবের উদ্বোধন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এই অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগী তথা সোনাজয়ী পূজা দাস, প্রাক্তন শিক্ষিকা পারমিতা কর এবং জলপাইগুড়ির কোভিড যোদ্ধা তথা সমাজসেবী দেবশ্রী ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ক্লাবের শুভ উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষমোহন রায়। এদিনের অনুষ্ঠানে ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের কো-মেন্টর অহিদার রহমান, রাজগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, সুখানি অঞ্চলের তৃণমূল নেতা অরিন্দম ব্যানার্জি প্রমুখ।

স্কুলের প্রধান শিক্ষিকা জানান, কন্যাশ্রী ক্লাব উদ্বোধনের মাধ্যমে মেয়েদের সামাজিক বিষয়ে সচেতন করা হবে।

About The Author