গৃহবধূকে খুন করে ঝুলিয়ে রাখার অভিযোগে গ্রেপ্তার স্বামী-শ্বশুর

বিয়ের ৪ মাসেই গৃহবধূকে খুন করে ঝুলিয়ে রাখার অভিযোগ ছিল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃতার পরিবারের তরফে লিখিত অভিযোগ জমা পড়ার দু’ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্বামী এবং শ্বশুরকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ।

শুক্রবার রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের জুগুনিডাঙ্গা গ্রামে শ্বশুরবাড়ি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃতার বাবার অভিযোগ, তাদের মেয়েকে বিয়ের পর থেকেই নানা রকম অত্যাচার করাত শ্বশুরবাড়ির লোকজনেরা। তিনি বলেন, মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকেরাই। এই ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়তেই দু’জনকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত স্বামী রাজেশ রায় এবং সম্পর্কে তার বাবা জয় চন্দ্র রায়কে গ্রেপ্তার করল পুলিশ।

About The Author