জলাশয় থেকে মহিলার মৃতদেহ উদ্ধার

জলাশয় থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার। শনিবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মোল্লার বাড়ি এলাকায়। অনুমান করা হচ্ছে গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জলে পরে মৃত্যু হয়েছে তাঁর। তিনি ডায়ালাইসিসের রোগী ছিলেন। মৃত মহিলার নাম মিনা প্রধান (৪৬)।

মৃতার ছেলে অমিত প্রধান জানান, ‘প্রতিদিনের মত খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পরি, রাতে হঠাৎ আমাকে বিছানায় দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে। ভোর ৪টার সময় বাড়ির পাশের জলাশয় থেকে মা দেহ উদ্ধার হয়।’ তিনি আরও জানান, তাঁর মা দীর্ঘ সাত বছর থেকে ডায়ালাইসিসের পেশেন্ট ছিলেন। প্রাথমিকভাবে অনুমান মানসিক অবসাদের জেরেই এই কাজ করেছেন। ঘটনাস্থলে বেলাকোবা ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

About The Author