সংসারের চাপ মাথায় নিয়েই UPSC পরীক্ষায় ১২৫ র‍্যাঙ্ক! প্রিন্সের সাফল্যে আত্মহারা ইসলামপুর

ইসলামপুর শহরের নাম উজ্জ্বল করল শহরেরই ছেলে মহম্মদ মেনজার হুসেন আনজুম ওরফে প্রিন্স। ছেলে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সারা দেশে ১২৫ র‍্যাঙ্ক এনে শহরের নাম উজ্জ্বল করেছে।। খবর জানাজানি হতেই প্রিন্সের বাড়িতে শুভেচ্ছা বার্তা জানাতে হাজির স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরাও।

এলাকার ৯০%-র বেশি মানুষ কৃষির উপরে নির্ভরশীল। সেই কৃষিজীবী পরিবারের ছেলে আজ ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরো ইসলামপুর মহকুমার নাম উজ্জ্বল করেছে। প্রিন্সের বাবা গত পাঁচ বছর আগে মারা গেছেন। সমস্ত সংসারের চাপ তার মার উপরে। কিছুটা জমি ছিল তাদের। সেই জমি বিক্রি করে ছেলের পড়াশুনার লাগিয়ে দেন তার মা। ছেলেকে কষ্টের অভাব বুঝতে দেননি মা। মায়ের আশা একটাই, স্বপ্ন ছিল তার বাবার প্রিন্স একটা ভালো অফিসার হবে। সমস্ত দুঃখ বেদনা কষ্ট কে নিজের বুকে রেখে বাবার স্বপ্নকে পূরণ করতে নেমে পড়লেন বাবা হারানো ছেলে প্রিন্স। আজ বাবার স্বপ্ন পূরণ করেছে ছেলে। খুশির বাতাবরণ পরিবারের পাশাপাশি গোটা শহর জুড়ে।

About The Author