এক সুবেদারের হাত ধরেই অলিম্পিক অ্যাথলেটিক্সে ইতিহাস গড়ল ভারত

অলিম্পিক অ্যাথলেটিক্সে সোনার পদক জয় করে ইতিহাস গড়লেন নায়েব সুবেদার নিরজ চোপড়া! হ্যাঁ, ঠিকই শুনেছেন। নিরজ চোপড়া ইন্ডিয়ান আর্মিতে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে নিযুক্ত রয়েছেন ২০১৬ সাল থেকে। নিরজের বর্তমান বয়স মাত্র ২৩ বছর।

১২১ বছর পর এক সুবেদারের হাত ধরেই অলিম্পিক অ্যাথলেটিক্সে পদক জয় করল ভারত। তাও আবার সোনা। হরিয়ানার পানিপত জেলার খান্দ্রা গ্রামের ছেলে নিরজ। তাঁর সাফল্যে খুশিতে উচ্ছসিত তাঁর পরিবার ও গ্রামবাসী।

টোকিও অলিম্পিক্সে শনিবার জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে পদক জিতলেন তিনি।অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও ইভেন্টে সোনা জিতেলেন তিনি। ব্যক্তিগত ইভেন্টেও নিরজ দ্বিতীয় ব্যক্তি যিনি সোনা জিতলেন।

এদিকে, টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় কুস্তিগির বজরং পুনিয়া। তিনি কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভকে হারিয়ে ৮-০ ব্যবধানে জয় পেয়েছেন।

নিরজের সাফল্যে খুশি আপামর দেশবাসী। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটারে পিটি ঊষা লিখেছেন, ৩৭ বছর পর আমার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করল নিরজ। প্রধানমন্ত্রী লিখেছেন, টোকিওতে ইতিহাস লেখা হল। নিরজের সাফল্য চিরকাল মনে রাখবে দেশ।

https://twitter.com/narendramodi/status/1423982290296721411

About The Author