আবারও নজর কেড়েছে মণিপুরের সেই ‘কাঠ কুড়নো মেয়েটি’

যোগ্যতা এবং সাহস থাকলে দারিদ্রতা জীবনের চলার পথে বাধা হয়ে দাড়ায়না তা আরও একবার প্রমান করলেন ভারতের রুপোর মেয়ে মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিকসে রুপো পদক পেতেই রাতারাতি নাম ছড়িয়ে পড়ে গোটা দেশে। তবে তাঁর পেছনের গল্প হয়ত অনেকেরই অজানা।

কাঠ কুড়িয়ে বেড়ানো মনিপুরের সেই মেয়েটি আজ সাফল্যের শীর্ষে। বাড়িতে ফিরে এসে পরিবারের সঙ্গে আগের অভ্যাস মতই চলছে মিরার জীবন। ইদানিং ফেসবুকে এই ছবিটি ভাইরাল হতেই মিরার বাস্তব জীবনের হদিস চাইছেন অনেকেই। এই ছবিতে দেখা যাচ্ছে বাড়ি ফিরে এসে একজন সাধারণ ঘরের মতই খাবার খাচ্ছে মীরার পরিবার। ছবিটি নজর কেড়েছে সকলের।

ভারোত্তোলনে দেশকে রুপোর মেডেল দিয়ে রাতারাতি নাম ছড়িয়ে পড়ে মীরাবাঈ চানুর। দেশে ফিরতেই সংবর্ধনায় ভাসলেন তিনি। পেলেন পুলিশে চাকরির সুযোগও। অন্যদিকে, একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেচিলেন দেশে ফিরেই সে প্রথমে পিৎজা খেতে চায়। এই কথা শুনে Domino’s ইন্ডিয়ার তরফে তাকে আজীবন বিনামূল্যে পিজ্জা খাওয়ার কথা ঘোষণা করে সংস্থাটি। দেশে ফিরে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিযু তাকে ডেকে পিজ্জা খাওয়ান।

About The Author