টোকিও অলিম্পিকসে শুরুতেই নজর কাড়লো ভারত। মিরাবাই চানুর হাত ধরে টোকিয়ো অলিম্পিক্সে প্রথম রুপোর মেডেল এল ভারতের ঝুলিতে।
মিরাবাই টোকিও অলিম্পিকে ভারোত্তোলন এ দেশের প্রথম মহিলা হিসাবে রুপোর মেডেল পেলেন। ২৬ বছর বয়সি মিরাবাই চানু ৪৯ কিলো এই পদক পেলেন। একদিকে যখন মেয়ের পারফরম্যান্স চলছে, অন্যদিকে সেই খেলা দেখে আবেগ তাড়িত হলেন পরিবার এবং পাড়া প্রতিবেশিরা। আবেগে গা ভাসালেন দেশের সাধারণ মানুষও।
শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চানুর কথায়, ২০১৬-য় ভাল খেলতে পারেনি। কিন্তু ওই ঘটনা থেকে অনেক কিছু শিখেছি। কোথায় আরও ভাল করতে হবে সেটা জেনে গিয়েছিলাম। এবারে গোটা দেশ অনেক প্রত্যাশা নিয়েআমার দিকে তাকিয়েছিল। পদক জিততে পেরে খুশি।’
এই আবেগঘন মুহূর্ত এখনও ভুলতে পারেননি দেশবাসী। আজকের এই দৃশ্য দেখে স্বপ্নার মায়ের সেদিনের সেই আবেগঘন মুহূর্ত মনে পড়তে বাধ্য। সাধারণ ঘরের মেয়েরা যখন বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিত্ব করে পরিবারের এই আবেগ তখন স্বাভাবিক হয়ে ওঠে।