মহিলাদের মারধরের অভিযোগ! থানার আইসির পদত্যাগ দাবি করে বিক্ষোভ

তল্লাশির নামে গ্রামের মহিলাদের মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে ইসলামপুর থানার আইসির পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা। পুলিশি অত্যাচারের অভিযোগে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের প্রায় সকলেই তৃণমূলের সমর্থক।

স্থানীয় পঞ্চায়েতের বক্তব্য অনুযায়ী, গ্রামে ঢুকে মহিলাদের মারধর করে পুলিশ। কোনও কারণ ছাড়াই কয়েক রাউন্ড গুলিও চালায়। এলাকার কয়েকটি অঞ্চলে পুলিশের দৌরাত্ম্য চলছে বলে অভিযোগ। ঘটনার সুত্রপাত এদিন সকালে। চা বাগানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় এক কিশোর। সেই ঘটনার তদন্তে নেমে মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় পুলিশি হানায় মহিলাদের মারধর ও গুলি চালানোর অভিযোগ ওঠে। মাটিকুন্ডা বাজারে টায়ার জ্বালিয়ে বাসিন্দাদের অবরোধ বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঝলঝলি এলাকার জখম মহিলারাও অবরোধ বিক্ষোভে অংশ নেয়। ইসলামপুর থানার আইসি’র পদত্যাগ দাবী করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পুলিশকে লক্ষ্য করে ইট ও দোকানের ভাঙা কাঁচের টুকরো ছোড়া হয়।

About The Author