হাতে তৈরি ডাম্বেলে প্র্যাকটিস! ঘণ্টায় ২,৫৫১ বার পুশ-আপ দিয়ে গিনেসে নাম তোলার স্বপ্ন আজিজুরের

ঘণ্টায় ২ হাজার ৫৫১ বার পুশ-আপ দিয়ে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ নাম তোলার সুযোগ পেলেন অভাবি ঘরের ছেলে শেখ আজিজুর। আর্থিক অভাবের সংসারে বাঁশ-কাঠ ও সিমেন্ট দিয়ে নিজে হাতেই জিমন্যাস্টিকের আসবাব তৈরি করেছেন আজিজুর। হাতে তৈরি ডাম্বেল দিয়েই প্র্যাকটিস করেছে সে। রোজ ৬ ঘণ্টা প্র্যাকটিস করে আজিজুর।

তমলুকের কাকগাছিয়া গ্রামে বাড়ি আজিজুরের। তাঁর বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। বাড়িতে অভাবের সংসার। আর্থিক অনটন লেগেই রয়েছে। এমন অবস্থাতেও হাল ছাড়েনি আজিজুর। শত প্রতিকুলতাকে সরিয়ে নিজের লক্ষ্যকে সামনে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আজিজুর। এর আগে ৩০ মিনিটে ১১০০ পুশ-আপ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছিলেন আজিজুর। এবার  সুযোগ এসেছে গিনেস বুকে নাম তোলার। ১ ঘণ্টায়  ২ হাজার ৫৫১ বার পুশ-আপ দিয়ে রেকর্ড গড়তে চলেছেন আজিজুর। তাঁর এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন তাঁর বন্ধুরাও। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। জিমন্যাস্টিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার লক্ষ্য রয়েছে তাঁর।

About The Author