দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ। পরিসংখ্যান অনুযায়ী গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮। আজ সংখ্যাটা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪। যদিও কমেছে মৃতের সংখ্যা।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪। মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। সুস্থ হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ৪৯৯ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৮০ হাজার ২৩২। করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ৯৮৬। মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮৯ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৬৩ লক্ষ ৯০ হাজার ৫৮৪ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১৭ লক্ষ ১৩ হাজার ৪১৩।
করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লক্ষ ৭৬ হাজার ১৮৪। মৃত্যু হয়েছে ৯৬ হাজার ৭৫১ জনের। সুস্থ হয়েছেন ৫৪ লক্ষ ৬০ হাজার ৫৮৯ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ২ লক্ষ ১৮ হাজার ৮৪৪।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৯৪ হাজার ৭২৪। মৃত্যু হয়েছে ১৫ লক্ষ ৮১৩ জনের। সুস্থ হয়েছেন ১৩ লক্ষ ৮ হাজার ৮৯৬ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৭০ হাজার ১৫।
India reports 1,34,154 new #COVID19 cases, 2,11,499 discharges, and 2,887 deaths in last 24 hours, as per Health Ministry
Total cases: 2,84,41,986
Total discharges: 2,63,90,584
Death toll: 3,37,989
Active cases: 17,13,413Total vaccination: 22,10,43,693 pic.twitter.com/WVF0NRRzm1
— ANI (@ANI) June 3, 2021
মহারাষ্ট্রের পর রয়েছে কর্ণাটক। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লক্ষ ৩৫ হাজার ১২২। মৃত্যু হয়েছে ৩০ হাজার ১৭ জনের। সুস্থ হয়েছেন ২৩ লক্ষ ১২ হাজার ৬০ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ২ লক্ষ ৯৩ হাজার ৪৫। কেরলে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৬৬ হাজার। মৃত্যু হয়েছে ৯ হাজার ২২২ জনের। সুস্থ হয়েছেন ২৩ লক্ষ ৬৪ হাজার ২১০ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১ লক্ষ ৯২ হাজার ৫৬৮। এরপর রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লক্ষ ৪৮ হাজার ৩৪৬। মৃত্যু হয়েছে ২৫ হাজার ২০৫ জনের। সুস্থ হয়েছেন ১৮ লক্ষ ৩৪ হাজার ৪৩৯ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ২ লক্ষ ৮৮ হাজার ৭০২।