করোনা আক্রান্ত হয়ে মৃত্যু মুখ্যমন্ত্রীর মেজো ভাইয়ের

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। মাস খানেক ধরে চিকিৎসা চলছিল তাঁর। করোনা আক্রান্ত হওয়ার পর গত ১ মাস ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার সকালে ওই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

পরিবারের তরফে জানা গেছে, কোভিড প্রোটোকল মেনে আজ দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে তাঁর। কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী ও অসীম বন্দ্যোপাধ্যায়। অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

About The Author